হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা ও IID -এর যৌথ প্রযোজনায় পরিচালিত “The Inclusive Capacity Building Programme” সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষামূলক কার্যক্রম আয়োজন, হাসিমুখ স্কুলের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং অভিভাবকদের জন্য সচেতনতামূলক আলোচনা পর্ব পরিচালনার মাধ্যমে শিশুদের জন্য একটি সুস্থ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গত ২৫শে আগস্ট হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা আয়োজন করে “Awareness Session on Menstrual Health” শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক সেশন। এই বিশেষ সেশনের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে ঋতুস্রাব বা পিরিয়ড স্বাস্থ্যবিধি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা এবং কুসংস্কার দূর করে বিজ্ঞানসম্মত জ্ঞানের প্রসার ঘটানো। সেশনে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের প্রভাব, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা, এবং কিশোরীদের সঠিকভাবে দিকনির্দেশনা দিতে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই Wreetu কে, যারা অভিজ্ঞ ট্রেইনার পাঠিয়ে এই সেশনকে সফল ও অর্থবহ করতে বিশেষ ভূমিকা রেখেছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা নারী স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে এবং এ ধরনের সচেতনতা কার্যক্রমের মাধ্যমে মেয়েদের মাসিক স্বাস্থ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলছে। হাসিমুখ বিশ্বাস করে নারীদের স্বাস্থ্য সুরক্ষিত ও উন্নত হলে তবেই সামগ্রিকভাবে সমাজের উন্নতি সম্ভব। এই আয়োজনটি কেবল একটি সেশনই নয়, বরং একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে কাজ করছে, যার মাধ্যমে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে অবদান রাখা সম্ভব হবে।

Organized jointly by Hashimukh Somaj Kallayan Songstha and IID, “The Inclusive Capacity Building Programme” aims to strengthen communication among underprivileged and disadvantaged students, teachers, and parents, while fostering a supportive and learning-friendly environment. As part of this initiative, various educational and co-curricular activities are arranged for children, regular training is provided to the teachers of Hashimukh School, and awareness discussions are conducted for parents ensuring a healthy and positive learning atmosphere for students.

As a continuation of this effort, on 25th August, Hashimukh organized a special awareness session titled “Awareness Session on Menstrual Health.” The main objective of this session was to provide disadvantaged female students and their parents with proper knowledge about menstrual health and hygiene, dispel harmful superstitions, and promote scientific understanding. The session covered topics such as the physical and mental changes during adolescence, the importance of cleanliness, developing healthy habits, and the responsibilities of parents in guiding their daughters appropriately. We extend our heartfelt thanks to Wreetu, whose experienced trainers played a vital role in making this session successful and meaningful.

Since its inception, Hashimukh has been working tirelessly for the protection and advancement of women’s health. Through awareness activities like this, Hashimukh strives to eliminate misconceptions about menstruation and empower girls with confidence. The organization firmly believes that the protection and improvement of women’s health are essential for the overall development of society. This initiative is not just a session but part of a larger social movement—working to raise awareness on women’s health and contributing to the achievement of the Sustainable Development Goals (SDGs).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *